Phone & WhatsApp
+8801746315639
Our first and enriched program is the Public Awareness Program. We have been working on it for 9 years.
We have formed a curriculum for the Graduation Study Program. To get it contact us with an organizational E-mail address.
We have planning and we are working on research for developing the public awareness facts and Study Program.
+8801746315639
mail@AwarenessStudies.info
facebook.com/AwarenessStudies
To view the book on Amazon Store Click Here or visit https://amazon.com/dp/B0D66F7J39
This book is mainly an induction letter to the universities of the world to launch “Awareness Studies” as a Graduation Program. Launching Awareness Studies as a graduation program is a need of this time. If Awareness Studies becomes launched as a graduation program, the students of this program will be enlightened by it and they will also spray the light of awareness among people instinctively. They will also provide the public awareness content materials of Awareness Studies to people as their fieldwork of graduation study program. They can also be content creators of this program to make people aware through developing their personal identities. Thus the public awareness program of Awareness Studies will be implemented mostly. It will be the social benefit of this devises step. Besides, the students of this program will build careers as awareness advisers for personal life development, job or business consultants, various government public policy implementation advisers, organizational advisers etc. Moreover, those who study this subject will be a unique asset as an employee of any organization and will prosper fast in their careers.
So, anticipating the positive impact of launching “Awareness Studies” as a graduation program it can be launched as a graduation program of the Bachelor of Social Science (BSS) Program.
This book is about the graduation program of Awareness Studies. To see the plan structure of the public awareness program of Awareness Studies and get the eBook of that program for free visit https://AwarenessStudies.info/books
Awareness Studies | A Program for Studying Awareness
যেসব বিষয় মেয়েদের জানা জরুরি বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন।
[] বইটি কেন গুরুত্বপূর্ণ?
এই সময়ে বিভিন্ন পরিবারেই মেয়েরা হঠাৎ করেই এমন কিছু ঘটাচ্ছে যাতে অভিভাবক ও পরিবারের লোকজনও বুঝে উঠতে পারছে না যে কীভাবে কী হলো? আমাদের মেয়ে তো এমন কিছু করার কথা নয়। আসলে এসব মেয়েরা ধূর্ত ছেলেদের দ্বারা ম্যানুপুলেটেড হয়ে এমনটা করছে। তারা আসলেই এমন কিছু করার কথা ছিল না; নারীলোভী কিছু ধূর্ত ছেলে তাদের মন ও মস্তিষ্ককে বশ করে ফেলছে। আর অনলাইনের এই সময়ে এটা সহজেই করা সম্ভব হচ্ছে। আপনি হয়তো জানেন না আপনার স্কুলপড়ুয়া ছোটবোন কিংবা কন্যা সন্তান এ বিষয়ে কত বড় ঝুঁকির মধ্যে আছে। তাদের অপরিণত মস্তিষ্ক কতটা অরক্ষিত ও সহজেই অন্যের দ্বারা ম্যানুপুলেটেড হতে পারে তা আপনি এ বিষয়ে পড়াশোনা না করা থাকলে ধারণাও করতে পারবেন না। তাই এ বিষয়ে অন্তত কিছুটা জানার জন্য হলেও এ বইটি পড়ুন এবং আপনার ছোটবোন ও কন্যা সন্তানের এই ঝুঁকি বিষয়ে সচেতন হয়ে সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সচেষ্ট হোন। এই বইটির জ্ঞান উক্ত সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের মতো কাজ করবে।
তাই আপনার ছোটবোন ও কন্যা সন্তানের জন্য এ বইটি সংগ্রহ করুন, এরপর নিজে পড়ুন ও তাদেরকে পড়তে দিন। তারা পড়ছে কি না তা নিশ্চিত হতে তাদেরকে বইটি থেকে প্রশ্ন ধরুন। উত্তর দিতে পারলে তাকে কিছু উপহার দিন। এভাবে নিজের পরিবারের অল্পবয়সী মেয়েদেরকে অন্য কারও দ্বারা বশ হওয়া থেকে সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিন।
— লেখক।
স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।
ধন্যবাদ |
Awareness Studies Program
সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৬ বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন।
[] বইটি কেনো পড়বেন?
এই সময়ে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় সাইবার নিরাপত্তা এবং অন্যান্য প্রযুক্তি যন্ত্রপাতিসমূহের ব্যবহারের বিষয়ে গণসচেতনতা জরুরি হয়েছে পড়েছে। অনেকে প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার না করায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। অ্যাকাউন্ট ও ডিভাইস হ্যাকিং, স্মার্টফোনে বিস্ফোরণ ইত্যাদি ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই এখানে প্রযুক্তি সচেতনতার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে।
আবার দেখা যায় আবাসিক এলাকাগুলোতে ঘটা অগ্নিকাণ্ডগুলোর অধিকাংশই ঘটে থাকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং সিলিন্ডার গ্যাসের অসচেতনভাবে ব্যবহারে ফলে। এছাড়াও গৃহ সচেতনতা বিষয়ে বহু বিষয় জানার আছে। এখানে গৃহকে ঝুঁকিমুক্ত রাখার সেসব বিষয় আলোচনা করা হয়েছে।
দূর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়টি নিয়ে আমাদের শিক্ষাক্রমের বইয়েই পাঠ্য রয়েছে। এখানেও সেসব আলোচনা করা হয়েছে যাতে আপনারা বিষয়টি গুরুত্বের সাথে দেখেন।
আর দুর্যোগ বিষয়ক সচেতনতা আমাদের জন্য আবশ্যকীয়। ভূমিকম্প, বিদ্যুৎ চমকানো ইত্যাদিতে আমরা কীভাবে নিরাপদ থাকতে ও জীবন রক্ষায় সতর্কতা অবলম্বন করতে পারি তা জানা অতীব জরুরি। সেইসাথে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলোর বিষয়েও সচেতনতা দরকার। তাই সেসব নিয়েও এখানে আলোচনা করা হয়েছে।
এসব অতীব গুরুত্বপূর্ণ বিষয়াদি জানতে এবং এসব বিষয়ে সচেতন-সতর্ক থাকতে বইটি পড়ুন।
— লেখক।
স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।
ধন্যবাদ |
Awareness Studies Program