সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৪ | PDF Copy

সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৪ | PDF Copy

সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৪ বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন

[] এই বইটি কেনো?

স্বাস্থ্যই সম্পদ। প্রত্যেকেই সুস্থ, সবল ও সুস্বাস্থ্যময় জীবন চায়। একজন ধনাঢ্য ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে সে তার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও সুস্থতা চাইবে, কারণ সুস্থতা ছাড়া বাকি সবকিছু অর্থহীন। সুস্থতা জিনিসটা প্রভুর দেওয়া কত বড় নেয়ামত তা শুধু অসুস্থ হয়ে পড়লেই অনুধাবন করা যায়, তার আগে বোঝা যায় না। যাহোক এসবই হলো জানা কথা তবে একটু নতুন করে যা বলতে হয় তা হলো আমরা সবাই সুস্থতা চাই, কিন্তু সুস্থ থাকার জন্য বহুবিধ গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় আছে যা আমরা অনেকে জানিনা কিংবা জানলেও সেইভাবে মেনে চলি না। এটাই হলো মূল সমস্যা। আর এজন্যই আমাদের শরীরে অনেক দুরারোগ্য রোগ বাসা বাঁধে এবং রাজত্ব করা শুরু করে। তাই আমাদের করণীয় হলো স্বাস্থ্য ভালো রাখার খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে জানা ও সেসব মেনে চলা।

তাই সুস্বাস্থ্যময় ও সুস্থ জীবনের মূখ্য বিষয়াদি জানতে এ বইটি পড়ুন। পাশাপাশি সুস্থ, সবল ও বুদ্ধিমান প্রজন্ম পাওয়ার বিষয়াদি জানতেও এ বইটি পড়ুন।

— লেখক।

স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।

ধন্যবাদ |

Awareness Studies Program

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *