সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৬ | PDF Copy

সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৬ | PDF Copy

সচেতনতা অধ্যয়ন – খণ্ড—৬ বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন

[] বইটি কেনো পড়বেন?

এই সময়ে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় সাইবার নিরাপত্তা এবং অন্যান্য প্রযুক্তি যন্ত্রপাতিসমূহের ব্যবহারের বিষয়ে গণসচেতনতা জরুরি হয়েছে পড়েছে। অনেকে প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার না করায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। অ্যাকাউন্ট ও ডিভাইস হ্যাকিং, স্মার্টফোনে বিস্ফোরণ ইত্যাদি ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই এখানে প্রযুক্তি সচেতনতার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে।

আবার দেখা যায় আবাসিক এলাকাগুলোতে ঘটা অগ্নিকাণ্ডগুলোর অধিকাংশই ঘটে থাকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং সিলিন্ডার গ্যাসের অসচেতনভাবে ব্যবহারে ফলে। এছাড়াও গৃহ সচেতনতা বিষয়ে বহু বিষয় জানার আছে। এখানে গৃহকে ঝুঁকিমুক্ত রাখার সেসব বিষয় আলোচনা করা হয়েছে।

দূর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়টি নিয়ে আমাদের শিক্ষাক্রমের বইয়েই পাঠ্য রয়েছে। এখানেও সেসব আলোচনা করা হয়েছে যাতে আপনারা বিষয়টি গুরুত্বের সাথে দেখেন।

আর দুর্যোগ বিষয়ক সচেতনতা আমাদের জন্য আবশ্যকীয়। ভূমিকম্প, বিদ্যুৎ চমকানো ইত্যাদিতে আমরা কীভাবে নিরাপদ থাকতে ও জীবন রক্ষায় সতর্কতা অবলম্বন করতে পারি তা জানা অতীব জরুরি। সেইসাথে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলোর বিষয়েও সচেতনতা দরকার। তাই সেসব নিয়েও এখানে আলোচনা করা হয়েছে।

এসব অতীব গুরুত্বপূর্ণ বিষয়াদি জানতে এবং এসব বিষয়ে সচেতন-সতর্ক থাকতে বইটি পড়ুন।

— লেখক।

স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।

ধন্যবাদ |

Awareness Studies Program

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *